ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

২০ জুন নোয়াখালীর গৃহীনদের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ১৭ জুন ২০২১


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন নোয়াখালীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি ও গৃহ প্রদান করবেন। এ তথ্য জানান নোয়াখালীর জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ভূমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিংকালে একথা বলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

নোয়াখালীতে গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে দুই পর্যায়ে মোট ১ হাজার ২৮৬টি একক গৃহ বরাদ্দ করা হয়। এর মধ্যে ১৫০টি গৃহ প্রথম পর্যায়ে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১ হাজার ১৩৬টি গৃহের মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে ৮৩৫টির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আগামী ২০ জুন উপকারভোগী পরিবারের মাঝে ৮৩৫টি গৃহ হস্তান্তর করবেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি