ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে নতুন শনাক্ত ৪৭, মৃত্যু ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২০ জুন ২০২১ | আপডেট: ১৫:০৩, ২০ জুন ২০২১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের।সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল এবং এলেঙ্গা পৌরসভায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করা হয়েছে৷

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ১৫৩টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৪৭ জন। করোনা শনাক্তের হার শতকরা ৩০ দশমিক ৭১ ভাগ।

জেলায় কোভিড-১৯’র ১৫৩টি নমুনা পরীক্ষায় টাঙ্গাইল সদরের ১৭, কালিহাতীতে ১৭, ঘাটাইলে ৯, সখিপুরের ৪ জন। এনিয়ে জেলায় সর্ব মোট ৬ হাজার ১০৯ জন করোনা পজিটিভ হলেন। আর এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯৮ জন।

এদিকে, টাঙ্গাইল এবং এলেঙ্গা পৌরসভা এলাকায় মঙ্গলবার (২২ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করেছে প্রশাসন

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি