ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ফরিদপুরে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ২০ জুন ২০২১

Ekushey Television Ltd.

ফরিদপুর জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল সোমবার (২১ জুন) থেকে শুরু হয়ে চলবে ২৭ জুন পর্যন্ত।

রোববার (২০ জুন) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক অতুল সরকার।

ঘোষণায় শুধুমাত্র কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথম দফায় এক সপ্তাহের জন্য এ বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়ানো হতে পারে। 

শনাক্ত হার ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫শ’ ২৬ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য এ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি