ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

টাঙ্গাইলে নতুন করে শনাক্ত ১৬৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ২১ জুন ২০২১

Ekushey Television Ltd.

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যুসহ নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন করে ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১৬৫ জনের পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সদরের ৮৬, দেলদুয়ারে ৯, সখিপুরে ৩, বাসাইলে ২, কালিহাতীতে ২০, ঘাটাইলে ৩, মির্জাপুরে ৬, নাগরপুরে ৬, গোপালপুরে ১২, ভুঞাপুরে ১৭ এবং মধুপুরের ১ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ জনে। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৯৯ জনের।                                      

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি