ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাটখিলে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই সাবেক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুন) দুপুরে মামলা দায়ের পর আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, মঞ্জুর আলম, জামাল হোসেন, আব্দুর রহিম, সোহাগ হোসেন, মাসুদ আলম, আমির হোসেন, জামাল হোসেন ও আব্দুল মান্নান।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে সাধুরখিল গ্রামের পাল বাড়ির জামাল উদ্দিনের ঘরে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ঘরে জুয়া খেলা অবস্থায় সাবেক ইউপি সদস্য মঞ্জুর আলম ও জামাল হেসেনসহ ৮জনকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী।

চাটখলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি