ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

খুলনার তিন হাসপাতালে করোনায় মৃত্যু ১৩

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ৩০ জুন ২০২১

খুলনায় তিন হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৩০ জুন) সকাল সোয়া ৯টার দিকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় দু’জন রোগীর মৃত্যু হয়েছে। তারা রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন, যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার দৌলতপুরের আয়শা বেগম (৬৮), একই এলাকার ফাতেমা বেগম (৬০) এবং বাগেরহাটের শরণখোলার রাবেয়া বেগম (৪৫)। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন, আর সুস্থ্য হয়ে ফিরে গেছেন ১৬ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৫ জন, এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৫ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২১ জন, একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। 

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মৃতরা হলেন- খুলনার গল্লামারীর নূর আলম মোল্লা (৬৭), ডুমুরিয়ার অজয় সাহা (৫২), বটিয়াঘাটার নিখিল রঞ্জন মন্ডল (৬৯), খুলনার দৌলতপুরের পাবলার মোঃ গোলাম হোসাইন (৬৫), যশোরের বেজপাড়ার এসএম অনিন্দ রিমেল (৩০), একই এলাকার শিমুলপুরের সেকেন্দার আলী (৫৫), কেশবপুরের সানাঙ্গসা এলাকার সিরাজ উদ্দিন (৯৫), পিরোজপুর সদরের ৩১৪ সিআইপাড়ার আবুল বরকত (৮১)। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি