ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

বরগুনায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ৩ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরগুনায় লকডাউন সফল করার জন্য কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্য বিধি মেনে চলা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এবং মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (৩ জুলাই) সকালে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে লকডাইনের নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, এনডিসি মোহাম্মদ নাজমুল হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া যারা নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্য বিধি মানছেন না তাদেরকে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাসহ আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনের গতিবিধি রোধ করার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। 

বরগুনায় কঠোর লকডাউন সফল করার জন্য পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি