ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে শনাক্তের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ৪ জুলাই ২০২১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন ব্যক্তি। জেলায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের পজিটিভ শনাক্ত হয়।

এ নিয়ে আজ রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৪ জনে। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১২৫ জন। 

আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে সারা জেলায় ভর্তি আছেন ৫৩১ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৬ জন, আর জেনারেল বেডে ৪০ জন। 

জেলার অন্য হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৬৯ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯২ জন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি