ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজবাড়ীতে পদ্মায় আজও ১৫ সে.মি. পানি বৃদ্ধি

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৩, ৬ জুলাই ২০২১ | আপডেট: ১৭:৫৭, ৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

প্রতিদিনই রাজবাড়ীর পদ্মায় বাড়ছে পানি। গত কয়েক দিনের চাইতে আজ পানি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ১৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে ৭.৯০ সে.মি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির  ফলে পদ্মার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। 

তবে এখনও বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত না হলেও এভাবে প্রতিদিন পানি বাড়তে থাকলে দু’একদিনের মধ্যে বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়া ও বন্যার আশঙ্কা করছেন এ অঞ্চলের মানুষ।

প্রতিদিনের পানি বৃদ্ধিতে ইতমধ্যে চরাঞ্চলের নিচু এলাকায় পানি প্রবেশ করায় চিন্তিত হয়ে পরেছে এখানকার বসবাসরত মানুষেরা। ফসল এখনও পরিপক্ক না হওয়ায় ফসলি জমি গুলোতে পানি প্রবেশের কারনে দুঃচিন্তায় রয়েছে এসব এলাকার শত শত মানুষ।

দৌলতদিয়া গেজ ষ্টেশনের গেজ রিডার মোঃ ইদ্রিস আলী জানান, প্রতিদিনই পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ১৫ সে.মি বেড়ে ৭.৯০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানির বাড়তে থাকলে অতি শিঘ্রই বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি