ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঠাকুরগাঁওয়ে করোনায় ২ রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১১ জুলাই ২০২১

ঠাকুরগাঁও জেলায় লকডাউনের মধ্যে কমছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। প্রতিদিনই আসছে এই সংখ্যা বৃদ্ধির খবর। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

পীরগঞ্জ উপজেলায় ৭০ বয়সী ও রাণীশংকৈলে ৪০ বছর বয়সী দুজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১৩ জনের মৃত্যু হলো।

এছাড়া ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ১৫৭ জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে সদর উপজেলায় ৪৮ জন, পীরগঞ্জে ৮ জন, রাণীশংকৈলে ১৫ জন, বালিয়াডাঙ্গীতে ১২ জন ও হরিপুরে ১০ জন। আক্রান্তের আনুপাতিক হার ৩৯ দশমিক ৩৪ ভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৪ হাজার ৫শ’ ৭৯ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ্য হলেন ২ হাজার ৮৪৫ জন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি