ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইলিয়াসকে (৩৮) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে একটি একনলা শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি পাইরোটেকনিক ও দুটি রামদা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের সহযোগিতায় নিঝুমদ্বীপের মদিনা গ্রামের ডুবাই খাল এলাকার সিরাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ জলদস্যু ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।

লে. এ এস এম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত জলদুস্য ইলিয়াসের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের দস্যু গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি