ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে গণটিকা কার্যক্রম চলছে

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩১, ৭ আগস্ট ২০২১

সারাদেশের মতো আজ টাঙ্গাইল জেলার সকল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম অনুষ্ঠত হচ্ছে। সকাল নয়টায় সারা জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকলেই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। 

এর আগে সারাদেশের হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম শুরু হলে গ্রামের মানুষের টিকা নিতে আগ্রহ তেমন একটা ছিল না। তাদের মধ্যে একধরনের ভীতি ছিল। আজ প্রত্যন্ত গ্রামের গণটিকা কেন্দ্রগুলো ঘুড়ে দেখা গেছে মানুষের মাঝে সে ভীতি আর নেই। তারা সাচ্ছন্দেই সাথেই টিকা গ্রহণ করছেন। 

শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি