ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ১১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় পদুয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের বাচ্চু ফোরমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চু ফোরমানের ঘরে কেউ ছিল না। সন্ধ্যার পর পরিবারের লোকজন ঘরের ভেতর এসে হাতে বিদ্যুতের তার পেঁছানো অবস্থায় সোহাগের লাশ পড়ে থাকতে দেখে। নিহতের লাশের পাশে তার ব্যবহৃত ভেজা একটি লুঙ্গি পাওয়া যায়।

পরিবারের লোকজন জানায়, বিকেলে সোহাগ বাহির থেকে বাড়ি আসে। এরপর কোন একসময় সে গোসল করে ঘরে ডুকে। পরে তার ভেজা লুঙ্গিটি বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে সে মারা যায় বলে ধারণা তাদের।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি