ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অরুণ দাশগুপ্তের স্মরণসভা

অরুণদা নবীন লেখকদের গড়ে তুলতে অবদান রেখেছেন বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৫ আগস্ট ২০২১

কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের স্মরণ সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রামের পটিয়ায় অনেক গুণী ব্যক্তির জন্ম হয়েছে। তাঁদের অন্যতম অরুণ দাশগুপ্ত। অরুণ দা খুব কম লিখতেন। তাঁর মাত্র তিনটা বই প্রকাশিত হয়েছে। লেখার চেয়েও লেখক তৈরির করার পিছনে মনোযোগী ছিলেন তিনি। চট্টগ্রামে যারা নবীন লেখক, যাদের মধ্যে কবিতা, গল্প, প্রবন্ধ লেখার আগ্রহ ছিলো, তাদের উৎসাহ দিতেন, পৃষ্ঠপোষকতা করতেন। 

চট্টগ্রামের অসংখ্য লেখক তাঁর হাতে গড়ে উঠেছেন। এ কাজটাতেই তিনি আনন্দ পেতেন। অফিসে আড্ডা তো ছিলোই, তার চেয়েও বড় আড্ডা ছিলো, তিনি যেখানে থাকতেন, তাঁর আবাসস্থলে। তাঁকে কেন্দ্র করেই নবীন-তরুণ ও প্রবীণদের আড্ডা গড়ে উঠত। আড্ডার আসর অনেকসময় রাত তিনটে পর্যন্ত গড়িয়েছে। তিনি নিজেকে নিসঙ্গ অনুভব করতেন। তাই সঙ্গ চাইতেন। তাঁর আড্ডায় কবি-সাহিত্যিক-সাংবাদিক এমনকি পুরোহিত সবাই থাকতেন। আড্ডা থেকেই গড়ে উঠেছে অনেক লেখক-কবি। এটা কিন্তু সমাজের জন্য অনেক অনেক বড় কাজ। বক্তারা অরুণ দাশগুপ্তের স্মৃতি রক্ষার্থে স্মারক বক্তৃতা, গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

১৪ আগস্ট শনিবার বিকেলে পটিয়া ক্লাব মিনি হলে কবি অরুণ দাশগুপ্ত স্মরণসভা আয়োজন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক হারুনর রশিদ ছিদ্দিকী। 

কমিটির সদস্য সচিব পলাশ রক্ষিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, দৈনিক আজাদী’র বিভাগীয় সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চেয়ারম্যান অধ্যাপক এবিএম আবু নোমান, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, উত্তরাধিকার সভাপতি শৈবাল বড়ুয়া, শিক্ষক প্রবোধ রায় চন্দন, চট্টগ্রাম আদালতের আইনজীবী এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, সংস্কৃতিকর্মী সোহেল মো. নিজাম উদ্দিন, আবদুর রহমান রুবেল, সেবাব্রত বড়ুয়া বাবু, নজরুল ইসলাম, হামীম রায়হান প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি