ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কক্সবাজারে ছুরিকাঘাতে পৌর কাউন্সিলরের ছেলে খুন

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:১১, ১৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারে শহরে গেম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সেজান (২০) নামের এক ছেলে খুন হয়েছে। নিহত সেজান কক্সবাজার শহরের পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের বইল্যা পাড়া বৌদ্ধ বিহার এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় নিহত সেজানসহ একদল কিশোর মোবাইলে গেম খেলছিল। এ সময় তাহের, রাজু, শাহীন, অভি নামের কয়েকজন কিশোর সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খোরশেদ আলম নামে এক যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলম জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় মোবাইলে গেম খেলার সময় তর্কবিতর্কের জের ধরে এ খুনের ঘটনা সংঘটিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, ঘটনাটি দু:খজনক। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি