ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

গাঁদা ফুলের নামে গাজা চাষ, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ২১ আগস্ট ২০২১

দেখতে অনেকটা ফুলের গাছ, প্রতিবেশী সবাই জানতো উন্নত গাঁদা ফুলের গাছ। তবে পুলিশের অভিযানে ধরা পড়লো গাঁদা নয় এগুলো বাস্তবে গাজার গাছ। নিজ বাড়িতে নিষিদ্ধ গাজার চাষ করার অপরাধে ইসমাইল হোসেনকে আটক করে রাজিবপুর থানা পুলিশের একটি দল। 

শুক্রবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের চর মদনের গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের (৪৫) বাড়ি থেকে ৪টি গাজার গাছ উদ্ধার করে রাজিবপুর থানা পুলিশ।।

গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় ইসমাইল হোসেন বাড়িতে থাকায় পুলিশের হাতে ধরা পড়ে গোপনে গাজার চাষ করার কথা স্বীকার করেন। উদ্ধার করা গাজার গাছের উচ্চতা ১০ থেকে ১২ ফুট।

এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, অভিযানে আটক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার জান্নাত আরা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আসতে হবেই।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি