ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাটোরে শুরু গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ৭ সেপ্টেম্বর ২০২১

কাফুরিয়া উচ্চবিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন ডিসি শামীম আহমেদ। ছবি: একুশে টেলিভিশন

কাফুরিয়া উচ্চবিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন ডিসি শামীম আহমেদ। ছবি: একুশে টেলিভিশন

নাটোরে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে দ্বিতীয় ডোজ গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ সকলকে শৃংখলার মধ্যে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত জেলা প্রশাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ছাড়াও সাতটি উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) টিকাদান কেন্দ্রসমূহে কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোরে প্রথম ডোজ নেয়া ৩৫ হাজার মানুষকে ৯টি পৌর এলাকাসহ জেলার ৫২টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রসমূহে প্রথম পর্যায়ের গণটিকা কার্যক্রমে যেসব ব্যক্তি প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন, শুধুমাত্র তারাই এই পর্যায়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। 

এসব কেন্দ্রে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে এই দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি