ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মোংলায় সকাল ৮টার আগেই শিক্ষার্থীরা গেল শ্রেণীকক্ষে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১২ সেপ্টেম্বর ২০২১

প্রায় দেড় বছর পর সারাদেশের মত মোংলায়ও খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। আজ রোববার সকাল ৮টার আগেই শিক্ষার্থীরা নতুন ড্রেস পরে অভিভাবকের হাত ধরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ।

মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়। সংক্রমণ কিছুটা কমে আসায় সারাদেশের মত মোংলায় প্রথম ধাপে ৭২টি প্রাথমিক, ২৮টি মাধ্যমিক, ৪টি উচ্চ মাধ্যমিক ও ১৩টি মাদ্রাসা খুলেছে।

তিনি আরও জানান, পাঠদান শুরুর আগে ১০ মিনিট কোভিট-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি