ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ২১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি (বরখাস্ত) প্রদীপসহ সকল আসামির ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেকনাফ থানায় ওসি থাকাকালে প্রদীপের হাতে নির্যাতিত দৈনিক কক্সবাজার বানীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খানসহ উখিয়ার নির্যাতিত বেশ কয়েকজন সাংবাদিকের পরিবারের লোকজন অংশ নেন। 

সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে ওসি প্রদীপ ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন এবং প্রায় এক বছর এই মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছে। 

মানববন্ধনে বক্তারা ওসি প্রদীপের ফাঁসি দাবি করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি