ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়া স্থানীয় আনোয়ারুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টায় শিশুটিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি