ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মিরসরাইয়ে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ১৩ অক্টোবর ২০২১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১৬ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন ১২ জন। ৪ ইউনিয়নে আসছে নতুন মুখ।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই ১৬ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- করেরহাট ইউনিয়নে মো. এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলি ইউনিয়নে সোনা মিয়া, জোরারগঞ্জ সদর ইউনিয়নে রেজাউল করিম, ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, ওসমানপুর ইউনিয়নে মো. মফিজুল হক, ইছাখালী ইউনিয়নে নুরুল মোস্তফা, মিরসরাই সদর ইউনিয়নে মো. শামসুল আলম, মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম, কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুর ইউনিয়নে এম এম আবু সুফিয়ান, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছড়া ইউনিয়নে মাহফুজুল হক, মায়ানী ইউনিয়নে কবির আহমেদ নিজামী, হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়নে মো. ফজলুল কবীর, শাহেরখালী ইউনিয়নে মো. কামরুল হায়দার চৌধুরী।

প্রঙ্গগত, গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। 

বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্ধ হবে ২৭ অক্টোবর। আর ভোটগ্রহণ ১১ নভেম্বর।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি