ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বজ্রপাতে যুবক নিহত, দুই ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ১৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে বজ্রপাতে নিহত হয়েছে মো. রিয়াজ উদ্দিন (২২) নামের এক যুবক। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়েছেন। বজ্রপাতের শিকার ৩ ভাই মেঘনার পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আঠারো বেগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে রিয়াজ ও তার দুই ভাই মেঘনা পাড়ে বসে বড়শি দিয়ে মাছ শিকার করছিল। সন্ধ্যার পর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেও তারা মাছ ধরছিল। রাত ৭টার দিকে নদী পাড়ে বজ্রপাতের শিকার হয়ে আহত হয় তিন ভাই। এতে ঘটনাস্থলে মারা যায় রিয়াজ। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ পারিবারিকভাবে দাফন করার কার্যক্রম চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি