ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যমুনায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ১৮ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে যমুনায় ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে ক্যারেন্ট জালে মা ইলিশ ধরায় তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর থেকে রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ কারাদণ্ড দেন।

অভিযানে বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেলে অবৈধভাবে ক্যারেন্ট জালে মা ইলিশ আহরণকারী ১ জেলে এবং চৌহালী উপজেলার যমুনা নদীর ঘোড়জান, বোয়ালকান্দি পয়েন্ট থেকে ৯ জেলেকে ৩০ হাজার মিটার কারেন্টজালসহ আটক করা হয়।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি