ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ার সাথে সারাদেশের নৌ-চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযান চলাচলা বন্ধ। বৈরি আবহাওয়া ও বাতাসের চাপের তারতম্যে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায়ও ৩নং সর্তক সংকেতের কারণে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

নৌ চলাচল বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে মানুষ হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। উপজেলার বিভিন্ন স্থানে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান যাত্রীরা।

সোমবার বিকেল থেকে হাতিয়া সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, ভোলা, বয়ারচর ও চেয়ারম্যানঘাট রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন জানান, মানুষের জানমাল রক্ষায় সোমবার বিকেল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বর্তমানে বাতাসের চাপের তারতম্য রয়েছে। তাই সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সব নৌযানকে তীরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি