ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাজশাহীতে ৬ লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২০ অক্টোবর ২০২১

নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীর তালাইমারী মোড় হতে কাটাখালী পৌরসভা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বুধবার দুপুরে নগরীর চৌদ্দপায়ে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

৪.১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। রাস্তার উভয় পাশে ৩ মিটার ফুটপাত এবং উভয় পাশে ৩ মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন থাকবে। রাস্তার মাঝে থাকবে ২ মিটার সড়ক ডিভাইডার।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। তালাইমারী মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি হবে বিশ্বমানের সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। প্রকল্পের কাজ শেষ হলে রাজশাহীর চেহারা বদলে যাবে।

এ সময় বক্তব্য রাখেন মীর আক্তার হোসেন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি