ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হিলি স্থলবন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ টাকায়

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:১২, ২০ অক্টোবর ২০২১

দেশের পেঁয়াজের বাজার দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিতিশীল থাকার পরে স্থিতিশীল অবস্থায় ফিরতে শুরু করেছে। দুর্গাপূজার বন্ধ শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় প্রতিদিনই কমছে দাম। দাম কমায় খুশি পাইকাররা। তবে আশানুরূপ বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে ১ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার কারণে ৬ দিন বন্ধের পর ১৭ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করার কারণে বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ফলে পর্যাপ্ত মজুদ থাকায় মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কম। যার কারণে আমদানিকারকরা বন্দর থেকে খালাস করে গুদামে রাখতে বাধ্য হচ্ছেন। এতে পচে যাওয়ার শঙ্কায় কম দামে পেয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

এদিকে, চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি