ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মিরসরাইয়ে ছিনতাইকালে হাতেনাতে আটক ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মিরসরাই উপজেলার ঠাকুরদীঘী এলাকার মহাসড়কে ট্রাকে ছিনতাই করার সময় একজনকে হাতেনাতে আটক করছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার (৩ নভেম্বর) ভোররাতে ঠাকুরদীঘী এলাকা থেকে টইলরত পুলিশ প্রকাশ্যে গাড়ি থামিয়ে চাকু হাতে ছিনতাইয়ের সময় অনিক দেবনাথ নামে একজনকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে ৮ হাজার টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

আটকৃত ছিনতাইকারী উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের শিবু দেবনাথের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরফুদ্দীন বলেন, রাতে টইলরত পুলিশ সদস্য এসআই মনির আহমেদের নেতৃত্বে ছিনতাই করার সময় হাতেনাতে আসামি অনিক দেবনাথকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি