ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

বেনাপোলে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ৪ নভেম্বর ২০২১

ব্যাগভর্তি জব্দকৃত পণ্য

ব্যাগভর্তি জব্দকৃত পণ্য

যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতফেরত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, সাবান, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বেনাপোল কাস্টমস সদস্যরা।

বুধবার (৩ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বিএসটিআই শর্তযুক্ত ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত ফেরত এক পাসপোর্টধারী যাত্রী বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য নিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে অবস্থান করছে। এমন গোপন খবর পেয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। 

এসময় সন্দেহজনক ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন প্রকার কসমেটিক, চকলেট, সাবানসহ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানান তিনি।

এসব পণ্যগুলো বিএসটিআই অন্তর্ভুক্ত পণ্য। জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এবং এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে বলে জানান যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি