ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শীত পড়েছে উত্তর ও পূর্বাঞ্চলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৭ নভেম্বর ২০২১

ফেসবুক থেকে সংগ্রহ

ফেসবুক থেকে সংগ্রহ

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু পরিবর্তন হওয়ায় দিনাজপুর ও শ্রীমঙ্গলসহ দেশের উত্তারাঞ্চল ও পূর্বাঞ্চলে হালকা শীত পড়ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শেষ রাতে শীতের আমেজ মনে হচ্ছে।

রবিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার চট্টগ্রাম, চাঁদপুর ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রবিবার রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

পূর্বাভাসে আরও বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রবিবার সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় রবিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি