ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪১, ২০ ডিসেম্বর ২০২১

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই ঘটনার প্রধান আসামি মাহাবুব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আসামি মাহাবুব কুড়িগ্রাম জেলার ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর ও ভগবতীপুর ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এই ঘটনায় ২৯ নভেম্বর মামলা করা হয়। অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে কুড়িগ্রাম থানায় মামলাটি করেন মোটরসাইকেল মার্কার পরাজিত প্রার্থী। মামলা নং ২৬।

এ ঘটনায় ওই ইউনিয়নের ফলাফল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি