ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৪৯, ২৫ ডিসেম্বর ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন নির্মাণ শ্রমিক। 

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত উজ্জল হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গথিতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। ঘটনায় আহত ইমান আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, কালিয়াকৈরে নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে আবুল খায়ের নামের স্থানীয় এক ব্যক্তি অরক্ষিতভাবে একটি ভবন নির্মাণ কাজ করছিলেন। ভবনের ছাদে শনিবার সকালে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শুরু করলে এক পর্যায়ে তাদের কাছে থাকা একটি রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। 

এতে নির্মাণ শ্রমিক উজ্জল হোসেন ও ইমান আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উজ্জল হোসেনের মৃত্যু হয়, আর গুরুতর আহত অবস্থায় ইমান আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি