ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুমিল্লায় কেন্দ্রের পাশ থেকে অস্ত্র উদ্ধার, আটক ৭

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২৬ ডিসেম্বর ২০২১

কুমিল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে মজুদ করা ২৯টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে র‌্যাব। 

শনিবার বিকালে অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাবাড়ী এলাকার সাবেক চেয়ারম্যান বাহালুলের পিএস জসিম উদ্দিনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় মেম্বার প্রার্থী সাজুর নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিলো বলে জানা যায়।

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমরা ধারণা করছি, নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্য অস্ত্রগুলো মজুদ করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লা আদর্শ সদর উপজেলার মোঃ হৃদয়, দৌলতপুর এলাকার মোঃ রিপন, চাঁনপুর এলাকার রবিউল ইসলাম, মুরাদপুর এলাকার জুয়েল হোসেন, ঢুলিপাড়ার মোঃ রুবেল, কাপ্তান বাজার এলাকার ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকার মাহমুদ উল্লাহ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি