ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অন্যস্থানে বিএনপি, সমাবেশ করেনি যুবলীগ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৪, ৩ জানুয়ারি ২০২২

কক্সবাজারে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে অন্যস্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। এদিকে, ১৪৪ ধারা থাকায় সমাবেশ করেনি যুবলীগ।

সোমবার বেলা ১১টায় কক্সবাজার শহরের ঈদগাঁও মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের প্রতি সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা। 

এসময় আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। 

প্রশাসন বলছে, ১৪৪ ধারা অমান্য করে জড়ো হওয়ার চেষ্টা করায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কক্সবাজার শহরের প্রবেশদ্বার থেকে শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহীদ স্বরণী সড়কে আজ দুপুর ১টায় এই সমাবেশ ডাকে কক্সবাজার জেলা বিএনপি। পরে একই জায়গায় জেলা যুবলীগ পাল্টা সমাবেশের ডাক দেয়। 

বিশৃঙ্খলার আশঙ্কায় সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজারের বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্বরণী সড়ক ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এএইচ/  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি