ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ৮ জানুয়ারি ২০২২

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মকবুল হোসেন ওরফে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার সকালে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারের ১ এস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের মোঃ আলাউদ্দীন মণ্ডলের ছেলে।

স্থানীয় বিজিবি ও একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে সালাউদ্দীন গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে তারা গরু নিয়ে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত জোয়ানরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। 

এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

সকালে খবর জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দীনের মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়। 

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে মরদেহ হস্তান্তর ও পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে। তবে, এখনও বিএসএফের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি