ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আরসা প্রধান আতাউল্লাহর ভাই গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ১৬ জানুয়ারি ২০২২

শাহ আলী

শাহ আলী

Ekushey Television Ltd.

মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনীর ভাই শাহ আলীকে অস্ত্র এবং মাদকসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার মো: নাইমুল হক। এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬নং রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনীর ভাই শাহ আলীকে গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করেন এপিবিএন-এর এই কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি