ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৫, ২২ জানুয়ারি ২০২২

নোয়াখালীর বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুই আসামীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশ। মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৪), নুরুল হুদার ছেলে মো. রুবেল (২৪) ও সোনাইমুড়ীর পশ্চিম দৌলতপুর গ্রামের মমিন উল্যার ছেলে ইসমাইল হোসেন(২৫)।

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক, ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার প্রতিটি থানায় বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। অভিযানকালে রাত বেগমগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল আলম ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী সালাউদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সোনাইমুড়ী পশ্চিম দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ইসমাইল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপরদিকে রাতে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের উত্তর মাছিমপুর গ্রামের দানামিয়ার বাজারের আজাদ ফার্ণিচার হাউজের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ওই সড়কের ওপর থেকে সাইফুল ইসলাম ও রুবেল নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশের বিশেষ শাখার তথ্য মতে, অভিযানকালের জেলার প্রতিটি থানায় পৃথকস্থান থেকে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাজপ্রাপ্ত পলাতক, ওয়ারেন্টভুক্ত আসামী, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরোটলারেন্স নিয়ে কাজ করছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি