উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত
প্রকাশিত : ০০:২০, ২৫ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর ভুমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। তখন পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া সি-লাইন কোচের ধাক্কা লেগে মাটিতে পড়ে যান সালাম।
এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।
কেআই//
আরও পড়ুন