ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাত-পা-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মুখে কসটেপ পেঁছানো ও হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে ছিল ধানক্ষেতে।

সোববার দুপুর পৌনে ২টার দিকে চরকাঁকড়া ১নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে লাশটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, দুপুরে মুসলিমপাড়া সমাজের এক নারী বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে মুখে কসটেপ পেঁছানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পরে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।
 
স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোন একসময় দুবৃর্ত্তরা তাকে অন্যত্র হত্যা করে এখানে লাশ ফেলে গেছে। নিহতের লাশের পাশ থেকে একটি মাস্ক, ১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা ও একটি দিয়াশলাই উদ্ধার করা হয়েছে।  

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি