ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চকরিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের মধ্যে দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক রয়েছেন।

রোববার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও কক্সবাজারমুখী একটি লবণবোঝাই মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছেন

নিহতের মধ্যে দুজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক। অপরজন বাসের যাত্রী। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক, জানিয়েছেন ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি