ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে পৌনে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফনদীর বেড়িবাঁধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপির সদস্যরা জানতে পারে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় বিশেষ টহলদল নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। এসময় ২ জনকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন।

টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে তারা মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে সাথে থাকা একটি বস্তা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় তারা। 

পরবর্তীতে টহলদল তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। 

অজ্ঞাত আসামিদেরকে আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি, জানায় বিজিবি। 

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি