ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দূষণে বিপর্যস্ত গাজীপুরের লবলং বিল (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ৩ মার্চ ২০২২

শিল্প বর্জ্যের দূষণে বিপর্যস্ত গাজীপুরের লবলং বিল। বিষাক্ত বর্জ্যে বিষিয়ে উঠেছে পরিবেশ-প্রতিবেশ। এরইমধ্যে কমেছে ফসল আবাদ, বিলুপ্ত হয়েছে বিলের মাছ। স্থানীয়দের দাবির মুখে দূষণ রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

শ্রীপুরের মাওনা থেকে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত লবলং বিলের বিস্তৃতি। দীর্ঘদিন ধরেই আশাপাশের শিল্প কারখানার বর্জ্য মিশছে ১৫ কিলোমিটারের বিলটিতে। বাতাসেও ছড়াচ্ছে দুর্গন্ধ।    

শিল্প বর্জ্য বিলের পানিতে মিশে বিষিয়ে তুলছে কৃষি জমি। জমির উবরর্তা কমে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এরইমধ্যে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছসহ জলজপ্রাণি। বিলটিকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, “এক সিজনের ধান দিয়ে দু’বছর চলা যেত। পঁচা পানিতে কোন ফসল হচ্ছে না। নোংরা পানির জন্য কোন আবাদও করতে পারছি না।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দূষণের ফলে ব্যাহত হচ্ছে আবাদ। বিষযয়টি উপজেলা প্রশাসনকে জানানোও হয়েছে।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান বলেন, “শিল্প বর্জ্য যাতে খাল-বিল দূষিত করতে না পারে এ বিষয়গুলো জেলা প্রশাসনের বিভিন্ন মিটিংয়ে জানান হয়েছে। জোড় দিয়ে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে যাতে এগুলো রহিত করা হয়।”

দূষণ রোধে উদ্যোগ এখনও আশ্বাসেই সীমাবদ্ধ। 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, “যেই সকল শিল্প প্রতিষ্ঠান বর্জ্য নিষ্কাশন করছে সেই তালিকাটি পেলে পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদেরকে নোটিশ করবো এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এখনই ব্যবস্থা না নিলে লবলং বিলটিকে বাঁচানো যাবে না বলে মনে করছেন স্থানীয়রা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি