ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ৩০ মার্চ ২০২২

মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই সাথে আসামিদের আরেক ধারায় ৫ বছরে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বেগম সাবিনা ইয়াসমিনের আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর টান বাজারের সাগর (২৬), একই এলাকার ছোট লাল (৪১), রুবেল (২৮) ও রাজিব (২৪)।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হিরোইন বিক্রির অপরাধে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে গাজা বিক্রির অপরাধে আসামিদের আরও ৫ বছরের সাজা প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২২ মে নারায়ণগঞ্জ নগরের টান বাজার সুইপার কলোনীর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের আটক করে র‌্যাব-১১। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাজা জব্দ করা হয়। 

পরে তাদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর কর্মকর্তা খোরশেদ আলম বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আদালত আজ এ রায় দিয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি