ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অভিনব পন্থায় সাড়ে ৯ লাখ টাকা খোয়ালেন সেনা কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ৫ এপ্রিল ২০২২

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আজিজ

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আজিজ

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পন্থায় আব্দুল আজিজ (৫২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গেল প্রতারক চক্র। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

আব্দুল আজিজ জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামের মৃত মালেকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জন হিসেবে অবসর নিয়েছেন।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, আমার মেয়ের বিয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস থেকে সাড়ে ৯ লাখ টাকা তুলে পায়ে হেঁটে প্রিমিয়ার ব্যাংকে জমা দিতে নেয়ার পথে একটি প্রতারক চক্র আমার শার্টে কি যেন দেয়। পরে আমার শার্টটি ময়লা হয়ে গেলে তা ধোয়ার জন্য জামে মসজিদের ভিতরে ওযুখানায় যাই। এসময় টাকার ব্যাগটি রেখে ময়লা শার্টটি পরিষ্কার করতে গেলে এর ফাঁকে আমার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করি। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (অপারেশন) মো. সোহেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি