ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

ভুয়া নামে ব্যাংক ঋণ, ব্যবসায়ীর ১০ বছরের জেল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

২০১৪ সালে সোনালী ব্যাংকের ৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় নোয়াখালীতে রাজন দাস নামের এক ভুয়া ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে জেলা স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজন দাস ফেনী জেলার সদর উপজেলার পশ্চিম রামপুর গ্রামের মৃত অরুন দাসের ছেলে।

দুদক সূত্রে জানা গেছে, রাজন দাস নিজেকে ফেনীর ‘রাজন টেলিকম’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচালক পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংক মহিপাল শাখায় ৪ লাখ টাকা এসএমই ঋণের জন্য আবেদন করেন। পরে ঋণ বাবত ব্যাংক থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে সে। 

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ফেনী মডেল থানায় বিশেষ আইনে মামলা দায়ের করে দুদক।

জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, বুধবার মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে ৪২০ ও ৪৬৮ ধারায় মোট ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। 

আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি