ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মেরিন ড্রাইভে দুর্ঘটনা, আরও একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আহত গুরা মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি এলাকায় পান বোঝাই ট্রাক উল্টে পেঠান আলী (৩৫) নামের এক পান ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরা মিয়া মারা গেছেন শুনেছি। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে রাতে নিহত পেঠান আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হয়। 

তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি