ডেনিশ রাজকুমারী কক্সবাজারে
প্রকাশিত : ০৮:৩৯, ২৬ এপ্রিল ২০২২
 
				
					তিনদিনের সফরে কক্সবাজারে এসে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
সোমবার বিকাল সাড়ে চারটায় একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারে জেলা প্রশাসক মো মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো হাসানুজ্জামান।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। আগামী ২৭ এপ্রিল বুধবার ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে সেখানে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ম্যারি কক্সবাজার সফর করবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার জান্তা সরকারের নির্যাতন ও নিপীড়নের কথা শুনবেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি।
সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, তা প্রত্যক্ষ করবেন তিনি।
এএইচ/
আরও পড়ুন
 
				        
				    






























































