ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দৌলতদিয়ায় ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৫, ৩০ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:৫৭, ৩০ এপ্রিল ২০২২

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ‌নিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত পোশাক শ্রমিক বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউয়িনের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তি‌নি বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট জেলার রামপালের নিজ গ্রামে ঈদ করতে যাচ্ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে এলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি