ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে দগ্ধ পিতা-পুত্রসহ ৩ জনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবারের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে। তারা হচ্ছেন হচ্ছেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪-এর নুর আলম (৫৯), তার ছেলে আনোয়ার মোস্তফা (১২) ও আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা (৭)। 

গত ১২ মে সকাল ৯টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্টের ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘরের দুজনসহ মোট ছয়জন দগ্ধ হন।

তাদেরকে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করলো পিতা-পুত্রসহ তিনজন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি