ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৫টি পিস্তলসহ পিতা-পুত্র আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ২৩ মে ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ শাহা জামাল কালু (৫২) ও তার পুত্র সোহেল রানা (৩০)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক শাহা জামাল কালু সাদিপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে ও সোহেল কালুর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদে জানা যায় কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে অস্ত্রের চালান এনে বাড়িতে মজুত করেছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম তাদের বাড়ি ঘেরাও করে রাখে। 

পরে সহকারি পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদের দুজনকে আটক করে। 

এর মধ্যে সোহেল রানাকে একটি চালের ড্রামের মধ্যে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি