ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বরিশালে জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন  

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৫, ২৭ মে ২০২২ | আপডেট: ২২:২৮, ২৭ মে ২০২২

বিদ্রোহী কবিতার শতবর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ মে) এই উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।

আজকের সমাপনী দিনে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। 

এতে বিশেষ অতিথি ছিলেন (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশাল মো. আনোয়ার হোসেন। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল  প্রশান্ত কুমার দাস, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি বরিশাল, মো. হাসানুর রশীদ মাকসুদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব সমাপনী দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিশেষে চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি